Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সবাইকে তাক লাগিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাবিদ

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়িগেট সরকারি কেডিএ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিদ। শুরু থেকে পড়াশুনার প্রতি অনেকটা বেখেয়ালি এবং অমনোযোগী ছিল। বাড়িতে প্রাইভেট শিক্ষকের কাছেও ঠিকমতো পড়তে চাইত না। এ কারণে পিতা-মাতা তার উপর বিরক্ত ছিল। রাগ করে বলতো, তোকে দিয়ে লেখাপড়া হবে না! বড় দুই বোন আদরের ছোট ভাইকে পড়ার টেবিলে বসাতে নানাভাবে উৎসাহিত করত।

পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে সাবিদ পড়াশুনার প্রতি কিছুটা মনোযোগী হতে থাকে।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সে পিতা-মাতা, বড় দুই বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রতিবেশী সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

একমাত্র পুত্র সন্তানের এ অভাবনীয় সাফল্যের সংবাদ শুনে প্রবাস ফেরত পিতা মোঃ নজিবর রহমান এবং মাতা লিনা ফারজানা আনন্দে কেঁদেছেন। রেজাল্ট জানার পর আনন্দে আত্মহারা সাবিদ প্রথমেই তার প্রাইভেট শিক্ষককে ফোন করে বলে ‘গুরু কাম বানাই ফেলেছি’।

সাবিদের জন্ম সৌদি আরবের পবিত্র আল-তায়েফ নগরীতে। পিতা-মাতার সঙ্গে থাকেন রেলিগেট আকাঙ্ক্ষা আবাসিকে। সাবিতের স্বপ্ন ভবিষ্যতে সুযোগ পেলে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশুনা করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন