Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন (ভিডিও)

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার উলা গ্রামের মোঃ সাহেব আলী গাজী (৪০) নামের একব্যাক্তিকে খুন করেছে তার আপন বড় ভাই মোঃ শহিদুল গাজী। তাহারা উলা গ্রামের মৃত দ্বারা গাজীর পুত্র।

শুক্রবার (৩০ মে) দুপুর আড়াইটায় নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শহিদুলকে আটক করে।

বিষয়টি নিশ্চত করেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তার স্ত্রীকে মারপিট করে দড়ি দিয়ে আড়ার সাথে টাঙিয়ে দিয়েছিলেন। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী বাড়ি থেকে সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে বাঁচাতে যায়। তখন শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে বারি মারলে সাহেব আলী মাটিতে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শহিদুল বটি দিয়ে তার আপন ছোট ভাই সাহেব আলীকে জবাই করে।

এ সময় শহিদুলের বউ চিৎকার করতে-করেত দৌঁড় দেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন জড় হলে শহিদুল বিল পাড়ি দিয়ে বারোপোতা গ্রামের মিস্ত্রি বাড়িতে গিয়ে মহিলাদের শাবলের মাধ্যমে ভয় দেখিয়ে জোরপূর্বক সন্তোষ মিস্তির ঘরে ওঠে। তখন স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপস্থিত হয়ে তাকে আটক করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন