Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছা আইনজীবির পিতার মৃত্যু; গভীর শোক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা আইনজীবি এড. জয়ন্ত কুমার পাল এর পিতা সুভাষ চন্দ্র পাল (৭৫) সোমবার রাত সাড়ে ৯টায় খুলনার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি এড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এড. শেখ তৈয়েব হোসেন নূর, এড. জিএ সবুর, এড. সোহরাব আলী সানা, এড. টিএম মহিউদ্দীন, এড. শেখ লোকমান হোসেন, এড. কিশোরী মোহন মন্ডল, এড. সমীর কুমার বিশ্বাস, এড. পরিমল চন্দ্র সরকার, এড. পঙ্কজ কুমার ধর, এড. কালিপদ মন্ডল, এড. চিত্তরঞ্জন সরকার, এড. মোজাফফর হাসান, এড. প্রধীশ হালদার, এড. প্রশান্ত ঘোষ, এড. সুকল্যাণ সানা, এড. ইদ্রিসুর রহমান মন্টু, এড. অরুন কুমার মন্ডল, এড. আব্দুল মজিদ মন্ডল, এড. শফিকুল ইসলাম, এড. কামরুল ইসলাম, এড. এসএমএবি সিদ্দিক, এড. অজিত কুমার মন্ডল, এড. আব্দুল মালেক, এড. আমিনুল ইসলাম, এড.প্রশান্ত কুমার মন্ডল, এড. আবুল কালাম আজাদ, এড. শেখ আব্দুর রশিদ, এড. আমজাদ হোসেন, এড. অবনী মোহন সানা, এড. সুরেশ চন্দ্র রায়, এড. সুকান্ত রায়, এড. জিএম আক্কাছ আলী, এড. মনিরুল ইসলাম, এড. অনাদি কৃষ্ণ মন্ডল, এড. দিপঙ্কর কুমার সাহা, এড. সাইদুর রহমান মিঠু, এড. রেখা রানী বিশ্বাস, এড. সরদার সুবেহ সাদিক, এড. রেহানা পারভীন, এড. সঞ্জয় মন্ডল, এড. আব্দুর রাজ্জাক, এড. শিবু প্রসাদ সরকার, এড. ভবরঞ্জন বৈদ্য, এড. সরকার উইলিয়াম ফোর্ড, এড. সমরেশ মন্ডল, এড. শেখ আবুল কালাম আজাদ, এড. নাছির উদ্দীন সরদার, এড. বেলাল উদ্দীন, এড. বারিকুল ইসলাম, এড. শংকর কুমার ঢালী, এড. নজির আহম্মদ, এড. সফিকুল ইসলাম, এড. মোহতাসিম বিল্লাহ ও এড. উত্তম কুমার সানা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন