Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৮৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ আরও ৮৬ জনের করোনা ভাইরাস  শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৯ জনই খুলনা জেলা ও মহানগরীর। আজ রবিবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আজ করোনা ও উপসর্গ নিয়ে নাজমুল (৩০) ও মাহবুবুর রহমান (৪৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রবিবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২১৬টি। এদের মধ্যে মোট ৮৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৬৯ জনই খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে যশোরের ২ জন, বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরার ৪ জন ও পিরোজপুরে ৩, কু‌ষ্টিয়া ১ ও নড়াই‌লের একজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে আজ র‌বিবার ১৯ জুলাই  খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ ও খুলনা ক‌রোনা হাসপাতা‌লে নাজমুল  ও মাহবুবুর রহমান  নামে দু’জনের মৃত্যু হয়েছে। খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জের আরএমও ডাঃ মিজানুর রহমান ব‌লেন, নড়াইল জেলার কা‌লিয়া উপ‌জেলার পেরুলী এলাকার বা‌সিন্দা রেজাউল করীমের পুত্র মোঃ নাজমুল গত শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নি‌য়ে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা সাস‌পে‌ক্টেড আই‌সো‌লেশন সেন্টা‌রে ভ‌র্তি হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় আজ দুপুর সা‌ড়ে ১২ টায় তার মৃত‌্যু হয়।
এ‌দি‌কে তিন দিন আই‌সিইউ‌তে চি‌কিৎসার প‌রে আজ দুপুর ২টায় নগরীর ছোট বয়রা এলাকার বা‌সিন্দা মাহমুদুর রহমান এর মৃত‌্যু হয়। মাহমুদুর রহমান ছোট বয়রা এলাকার জিল্লুর রহমান এর পুত্র।
খুলনা গেজেট / এনআইআর / বশির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন