সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

করোনা আক্রান্ত হয়ে খুলনায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় করোনা আক্রান্ত হয়ে ইসমত আরা বিউটি (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা ডায়াবেটিস হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সোনাডাঙ্গা আ/এ ৩য় ফেজের সায়রা স্মরণীর মোঃ আব্দুল গফফারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকালে ইসমত আরা বিউটি (৩৭) করোনা পজেটিভ হয়ে খুলনা ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে খুলনা ডায়াবেটিস হাসপাতালে করোনা পজেটিভ ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন