সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

তেরখাদা প্রতিনিধি

“মুজিবর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য বিষয়ে তেরখাদা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা , প্রশিক্ষন উদ্বোধন, প্রশিক্ষিত যুবকদের সনদপত্র ও চেক বিতরণ এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী (এম,পি)।

অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা প্রফুল্ল কুমার মালাকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ আবুল বাশার, সাবেক মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি যুথিকা মজুমদার প্রমুখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন