সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রবিবার বেলা ১২ টায় আলাইপুর শেখপাড়া কৃষক মাঠ স্কুলের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ঝন্টু কুমার সাহা।

অন্যান্যের মধ্যে ছিলেন রূপসা উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান। এতে রোপা আমন ধানের পোকামাকড় ও রোগবালাই দমন, ধানবীজ ফসলের মাঠ মান এবং ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বীজ সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। আলাইপুর শেখপাড়া কৃষক মাঠ স্কুলের ১৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন