সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার ভৈরব নদে ইলিশ আহরণকালে আটক তিন জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার রূপসা থানাধীন শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ আহরণকালে তিন জেলেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলের ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, গ্রেপ্তারকৃতরা হল রূপসার যুগিহাটি এলাকার মোঃ সালাম শেখের ছেলে মোঃ আল আমিন (২২), মোঃ নবাব শেখের ছেলে মোঃ মিঠু শেখ (২৬) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে মোঃ রিয়াজ শেখ (১৮)। তাদের কাছ থেকে এক হাজার ফুট কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

প্রসঙ্গত্ব,  প্রজনন মৌসুম উপলক্ষ্যে ১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন