সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

একই বা‌ড়ির দুই শিশুকে ধর্ষণের অ‌ভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকায় একই বা‌ড়ির দুই শিশু‌কে ধর্ষণের অ‌ভিযোগে হিরু মিয়া (৫০) নামের এক মাহেন্দ্রা চালককে আটক করেছে পু‌লিশ। সোমবার রাত ১০ টায় তাকে আটক করা হয়। শিশু দু‌’টিকে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ও‌সি‌সি‌তে ভ‌র্তি করা হয়েছে।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ বলেন, ধর্ষক হিরুকে আটক করা হয়েছে।

হাসপাতাল ও ভুক্তভোগীদের সুত্রে জানা যায়, মুজগুন্নী শেখপাড়া এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী (১১) ও একই বা‌ড়ির ১০ বছর বয়সী আরেক শিশুকে খাবারের লোভ দে‌খিয়ে বেশ কিছু‌দিন ধরে ধর্ষণ করে আসছে হিরু মিয়া । ওই ছাত্রী গতকাল দুপুর ১২টার দিকে তার বাবা-মাকে বিগত দিনের ধর্ষণের কথা স্বীকার করে। পরে রাত ১০ টায় হিরুকে মেয়ে দু‌টির বাবা-মা ধরে রেখে খালিশপুর থানা পুলিশকে অবগত করলে খালিশপুর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। মেয়ে দু‌টিকে পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। ওসিসিতে যাওয়ার প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন