সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় পূজা দেখতে যাওয়ার সুযোগে বাড়িতে দুর্ধর্ষ চুরি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দক্ষিণডিহি গ্রামের জয়ন্ত দাসের বাড়িতে রোববার দিবাগত রাত সাড়ে ৮টায় এক দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

পারিবারিক সূত্র জানায়, দূর্গোৎসবের মহানবমীতে জয়ন্ত দাসের পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী নবীন স্মরস্বতি পূজা মন্ডপে যায়। এ সুযোগে চোরেরা ঘরের পিছনের দুটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের বাক্স ও আলমারীর তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন