সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় মা ইলিশ আহরণকালে জেলে আটক, ১২দিনের জেল

দিঘলিয়া প্রতিনিধি

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। শুকবার দিবাগত রাতের অভিযানে উপজেলাধীন আতাই নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় তেরখাদা উপজেলার পারহাজী গ্রামের বাছিরউদ্দিন শেখ নামের এক জেলেকে।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযোগকারীকে ১২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্বারকৃত অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছগুলো পাশ্ববর্তী একটি এতিমখানায় প্রদান করা হয়। বিশেষ এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসানউল্লাহ চোধুরী, স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী, ওমর মোল্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন