Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার ভোটকেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার চুকনগর ডিগ্রী কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। পরবর্তীতে আরো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে পুলিশ।

ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেলটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা ককটেল ভোটকেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন