বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মহান বিজয় দিবসে খুলনা সাইক্লিস্ট’র বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবসে  দু’শতাধিক সাইক্লিস্টদের অংশগ্রহণে খুলনায় সাইকেল র‌্যালি করেছে খুলনা সাইক্লিস্ট। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর শিববাড়ি মোড় থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

দুরন্ত বাইসাইকেল এর পৃষ্ঠপোষকতায় খুলনা সাইক্লিস্ট বিজয় রাইড ২০২৩ এ খুলনা বিভাগের ১০টি জেলার তরুণ সাইক্লিস্টরা অংশ নেন। এ উপলক্ষে সমাবেশে বক্তারা বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে এ দেশের তরুণ প্রজন্ম। এ জন্য তাদের প্রশিক্ষিত, দক্ষ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সাইক্লিস্টরা সারাদেশে নতুন প্রজন্মের মধ্যে এ বার্তা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্কিযোদ্ধা শ্যামল সিংহ রায়, খুলনা চেম্বার পরিচালক মফিদুল ইসলাম টুটুল,খুবি অধ্যাপক অধ্যাপক আনিসুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, ব্যবসায়ী নাসির উদ্দিন বাদশা, খুলনা সাইক্লিস্টস অ্যাডমিন প্যানেল সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন