বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় দারুল হিকমাহ একাডেমির পুরস্কার বিতরণী

গেজেট ডেস্ক

খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে অবস্থিত একাডেমির প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দারুল হিকমাহ একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন।

সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক (অব:) মাহবুব এলাহী, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বটিয়াঘাটা উপজেলা শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল হিকমাহ একাডেমির উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শাহজাহান কবির, মাদানী নগর মাদরাসার সিনিয়র মহাদ্দিস মাওলানা মুফতি মাহমুদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস ও সামিট স্কুলের অধ্যক্ষ নাজমুল হুদা।

অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ ওসামা। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী মোট ৫৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন