বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ফুলতলার উত্তরডিহি গ্রামের শেখ জহুরুল ইসলামের ৮ম শ্রেণী পড়ুয়া অপহৃত শিক্ষার্থীকে গতকাল উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ শনিবার তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর পায়গ্রাম কসবা স্কুল থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ওই কিশোরী অপহৃত হয়। এ ব্যাপারে কিশোরীর পিতা শেখ জহুরুল ইসলাম বাদি হয়ে ৪ যুবককে আসামি করে থানায়, ৩০ নভম্বের মামলা দায়ের করেন।

পুলিশ এজহারভূক্ত ২ আসামীকে ইতোপূর্বে গ্রেফতার করে। বাকি এজহারভূক্ত ২ আসামী এখনও আটক হয়নি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন