বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
খুলনা- ৩ আসন

মনোনয়ন পেয়ে মন্নুজান সুফিয়ান এমপি’র সঙ্গে দেখা করলেন এস এম কামাল 

গেজেট ডেস্ক

খুলনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় মন্ত্রীর বাসভবনে সাক্ষাতকালে তিনি মন্ত্রীর সহযোগীতা ও দোয়া চান। এসময়ে শ্রম প্রতিমন্ত্রী এস এম কামাল হোসেনকে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন। এস এম কামাল হোসেন খুলনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ডকে ধন্যবাদ জানান। তিনি খুলনা-৩ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।
এসময়ে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান মুকুল, মেহেদী হাসান রাসেলসহ সরকারী ও রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন