Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইসি আহসান হাবিব খান খুলনায় আসছেন রোববার

নিজস্ব প্রতিবেদক 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) দুই দিনের সফরে আগামীকাল রোববার (২৬ নভেম্বর) খুলনা আসছেন। আগামী ২৭ নভেম্বর তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়  করবেন। শনিবার (২৫ নভেম্বর) বিকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির খুলনা গেজেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

ওই সভায় খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং অফিসারগণ, সহকারী রিটানির্ং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা/অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতি থাকবেন।

বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন