বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় জুট মিলের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

খুলনার জুট মিলের গোডাউনে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে। আরও বেশ কিছু ইউনিট রওনা হয়েছে। এই মুহুর্তে আগুন লাগার কারণ জানানো সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন