বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফিলিস্তিনে গণহত্যা : খুলনায় শিশু শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাকামী ফিলিস্তিন নর, নারী ও অসহায় শিশুদের উপর ইসরাইলের নির্বিচার হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা।

নগরীর বয়রা বাজার মোড়ে আল-বারাকাহ মাদরাসার ব্যানারে প্রতিবাদী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন আবুল বাশার। বক্তব্য রাখেন মো. আলমগীর শিকদার, এড. শেখ জাকিরুল ইসলাম, সাংবাদিক রাশিদুল ইসলাম, মুফতি মাওলানা ইলিয়াস হোসাইন, মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ শামসুদ্দীন দোহা, অধ্যক্ষ নজরুল ইসলাম কায়েস, খুকৃবির মো. জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল উদ্দীন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ মো. আল-আমীন প্রমুখ।

এ সময় শিশু শিক্ষার্থীরা আহত ও রক্তমাখা শরীর সেজে দীর্ঘসময় ফিলিস্তিনিদের শিশুদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক শ্লোগানে মুখরিত রাখে। সেই সাথে সন্ত্রাসী হামলা বন্ধে দ্রুত বিশ^ নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন