বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সাবেক ছাত্রনেতা অসিত বরণের আরোগ্য কামনায় আ.লীগের দোয়া

গেজেট ডেস্ক

খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৫ অক্টোবর  বুধবার ভেলোরের সিএমসি হাসপাতালে অসিত বরণ বিশ্বাসের কিডনি প্রতিস্থাপন করা হয়। কিডনি প্রতিস্থাপনের পর অসিত বরণ বিশ্বাস ও তার ছোট ভাই কিডনিদাতা অলিপ বিশ্বাস দু জনই সুস্থ আছেন।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক যোবায়ের আহম্মেদ খান জবা শারীরিক ভাবে অসুস্থ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছেলে বি এম ইসলামুল হক ইমনের শরীরে একটি অপারেশ সম্পন্ন হয়েছে।

খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকলের সুস্থতার কামনায় শুক্রবার (২৭ অক্টোবর) মাগরিব বাদ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, এ্যাড  রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহম্মেদ, সরদার আবু  সালেহ, এম এ রিয়াজ কচি, শেখ মোঃ রকিবুল ইসলাম লাবু, মোজাফ্ফর মোল্যা, মোখলেসুর রহমান বাবলু, জাহাঙ্গীর হোসেন মুকুল, আজগর বিশ্বাস তারা, মানিকুজ্জামান অশোক, হাজি সাইফুল ইসলাম খান, মানোয়ারা খাতুন শিউলি, তানভির রহমান আকাশ, বিশ্বজিৎ কুমার মন্ডল, মিঠুন দেবনাথ, মাজহারুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন