বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অল্পে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন খুলনা নগর বিএনপির আহবায়ক

 নিজস্ব প্রতিবেদক

অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সোমবার (২৩ অক্টোবর) রাতে নগরীর কালিবাড়ি পুজা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে ৮টায় দিকে অন্যান্য নেতাদের সাথে নিয়ে মহানগর বিএনপির আহবায়ক ওই মন্দিরের পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান। পূজারীদের উদ্দ্যেশে বক্তব্য দিতে মন্দিরে ওঠার সিঁড়ির রেলিংয়ে হাত দিলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় নেতাকর্মীরা হতবিহ্বল হয়ে পড়েন। সাথে সাথে বিদ্যুৎ লাইন অফ করে দিলে তিনি বিপদমুক্ত হন। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন