বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ইলেকশন রিপোর্টিংয়ের বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

নিউজ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ইলেকশন রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ নগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ অক্টোবর) সকালে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ-কর্মশালার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব সাংবাদিক শারমিন রিনভী, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চীফ গৌরাঙ্গ নন্দী। স্বাগত বক্তব্য দেন নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক শহীদুজ্জামান। উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান, প্রশিক্ষণ সমন্বয়কারী ও সংবাদ সংস্থা ইউএনবির’র খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম ও প্রশিক্ষক সমন্বয়কারী মোঃ জিয়াউর রহমান।

কর্মশালায় খুলনার তিনজন নারী সাংবাদিকসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের ২০ সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন