খুলনার রূপসা টোল প্লাজা এলাকা থেকে অনিল কুমার বিশ্বাস ওরফে অনিক (৪০) নামে পুলিশের এক ভুয়া ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জেলা পুলিশের একটি গোয়েন্দা টিম রূপসা উপজেলার খানজাহান আলী ব্রিজের (রূপসা ব্রিজ) টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় টোল প্লাজার উত্তর পাশের ফুটপাথে অবস্থানরত ভুয়া পুলিশ ইন্সপেক্টর অনিল কুমার বিশ্বাস ওরফে অনিককে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে পুলিশের একটি ফেইক আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, পুলিশের ইন্সপেক্টরের র্যাংক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম, পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কটি যার সামনে ও পেছনে ইংরেজিতে বড় অক্ষরে এসপি লেখা, পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কালো রংয়ের স্যু, পুলিশের ইন্সপেক্টরের পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা গ্রেপ্তার অনিকের নিজ নামীয় দুটি পুলিশের ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান জানান, গ্রেপ্তার অনিক চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর গ্রামে বসবাস করে। এ ঘটনায় গ্রেপ্তার আসামি অনিল কুমার বিশ্বাস ওরফে অনিক বিরুদ্ধে এসআই আল আমিন বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন।
খুলনা গেজেট/কেডি