বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় চা দোকানি নিহত

নিজস্ব প্রতিবেদক

মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি বাজার তেতুলতলার সামনে সড়ক দুর্ঘটনায় মো: তুহিন মুন্সি (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। তুহিন মুন্সি শিরোমনির মধ্য পাড়া এলাকার মোঃ আসলাম মুন্সীর ছেলে।

জানা যায়, আজ ভোর সাড়ে ৪টায় তুহিন মুন্সী শিরোমনি বাজারের তার নিজস্ব ব্যবসায়ী কর্মস্থল চা’য়ের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনা গামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো বা-১৪-৯৭৭৩) অপর দিক থেকে এসে ধাক্কা দিলে রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খান জাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান বলেন, মৃতের সুরতহাল প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন