বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসা, ভৈরব, আতাই নদীতে অভিযান, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

ইলিশের নিরাপদ প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন। এ সময়ের মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় বিক্রয় মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে   রূপসা, ভৈরব ও আতায় নদীতে অভিযান পরিচালনার মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) খুলনার তিন নদীতে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ, জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মল্লিক। এ সময় তারা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে সেগুলি পুড়িয়ে বিনষ্ট করেন।

জানা যায়, গতবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান নিষিদ্ধের ২২ দিনে ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে সক্ষম হয়। ফলে ৮ লক্ষ ৫ হাজার ৫১৫ কেজি ডিম উৎপাদন হয় যা থেকে ৪০ হাজার ২৭৬ কেজি জাটকা ইলিশ পাওয়া যায়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন