বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ

গেজেট ডেস্ক

‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও ইউনিসেফের যৌথ আয়োজনে খুলনায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে সনদপত্র তুলে দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চীফ মামুন রেজা এবং বাংলাদেশ টেলিভিশন খুলনার ব্যুরো চীফ নাজমুল হক লাকি।

এর আগে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর খুলনা প্রতিনিধি শুভ্র শচীনের সভাপতিত্বে কর্মশালার প্রশিক্ষণ পরিচালনা করেন সাংবাদিক আফরিন মিম, ইউনিসেফের প্রশিক্ষক মনিষা বিশ্বাস এবং মামিনুন নেছা শিখা।

কর্মশালায় শিশুর অধিকার, জাতিসংঘ শিশু সনদ, নারী-পুরুষের সমতা ও বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। হাতে-কলমে ভিডিও ধারণ, ছবি উঠানো এবং সংবাদ তৈরি শেখানো হয়।
জেলার মাধ্যমিক পর্যায়ের ২০ শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন