বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে মৎস্য অফিসের মোবাইল কোর্ট, ১৫ হাজার মিটার নেট জাল বিনষ্ট

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর প্রথম দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার মিটার অবৈধ সেট ব্যাগ নেট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

আজ (১২ ই অক্টোবর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ও বাংলাদেশ নৌ পুলিশ এর সহযোগীতায় দাকোপ উপজেলার চুনকুড়ি ও ভদ্রা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় খুলনাগামী বিভিন্ন ট্রলারে তল্লাশি করে ১৫ হাজার মিটার অবৈধ সেট ব্যাক নেট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে বিকেলে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে ঐ সকল অবৈধ জাল এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি পাপিয়া সুলতানা, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. সেলিম সুলতান, সহকারী মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার বিপুল কুমার দাশ,নৌ পুলিশের এস আই ইলিয়াস, এস আই আনোয়ার হোসেন সংঙ্গীয় পুলিশ ফোর্স।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন