বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বিশ্বাস খালিদ হাসান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। নিহত হাসান উপজেলার আবু হাসান বিশ্বাসের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ঢাকায় চাকরি করার কারণে সাপ্তাহিক দু’দিন ছুটির সুযোগে খালিদ হাসান পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসে। শুক্রবার বাড়িতে থেকে রোববারে অফিস করার জন্য শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

সকাল অনুমান ৭ টার দিকে গোপালগঞ্জে পৌঁছুলে অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন