মঙ্গলবার । ২রা ডিসেম্বর, ২০২৫ । ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২

লায়ন্স ক্লাব অফ খুলনার ‘অক্টোবর সার্ভিস প্রোগ্রামের’ সমাপনী

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অফ খুলনার ‘অক্টোবর সার্ভিস প্রোগ্রামের’ সমাপনী অনুষ্ঠান খুলনা লায়ন্স ক্লাব কমপ্লেক্সের নবনির্মিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অক্টোবর ১ তারিখে থেকে শুরু হওয়া ১২ দিনব্যাপী এই সার্ভিস প্রোগ্রামে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস ক্যাম্প, চক্ষু চিকিৎসা ক্যাম্প, অনলাইনে চিকিৎসা প্রদান, করোনাভাইরাস টেস্ট করাতে আর্থিক সহায়তা প্রদান, বিনামূল্যে ওষুধ বিতরণ, মাস্ক বিতরণ, বিভিন্ন ধরণের ৩০০টি বৃক্ষ রোপন ও পরিচর্যা, শাক সবজির বীজ বিতরণ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, শিশুদের শিক্ষাবৃত্তি প্রদান, শিশুদের ক্যান্সারের উপর সেমিনার, ঔষধি গাছের উপর সেমিনার, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডাঃ সাহানা রাজ্জাক আলী এমজেএফ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন এডঃ কুদরত-ই-খুদা, এমজেএফ। জুম কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর নজরুল ইসলাম শিকদার পিএমজেএফ ও ডিস্ট্রিক্ট ভাইস-গভর্নর নিখিল চন্দ্র গুহ, ইঞ্জিনিয়ার মোস্তফা কামালসহ অন্যান্য কেবিনেট নেতৃবৃন্দ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন