বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর কানাখালী একটি খাল থেকে বিশ্বজিৎ ঢালী (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চকের রামপদ ঢালীর ছেলে এবং উপজেলা যুবলীগনেতা প্রসেন ঢালীর বড় ভাই।

স্থানীয়রা মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ওই খালে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। এরপর তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ শনাক্ত করে।

পারিবারিক সূত্র জানায়, বিশ্বজিৎ ব্যক্তিগত জীবনে অবিবাহিত ও খানিকটা মানসিক অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি ডা: ধীরাজ মোহন বসুর অধিনে চিকিৎসাধীন ছিলেন বলেও জাননো হয়েছে।

তবে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে তার বিস্তারিত জানা যায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। এছাড়া পথচারীদের উদ্বৃতিদিয়ে জানান, রাস্তার পাশের খালে তাকে প্রথমে নিজ শরীরে পানি ঢালতে দেখেছেন স্থানীয়রা। পরক্ষণে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে লাশ উদ্ধারের পর সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন