বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ দালাল আটক

গেজেট ডেস্ক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র‍্যাব-৬। পরে তদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। আজ রবিবার দুপুর ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।

সংঘবদ্ধ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। সেই সঙ্গে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকের নিয়ে পরীক্ষা-নিরিক্ষার নামে প্রতারণা করে আসছিল।

গ্রেপ্তার হওয়া দালাল চক্রের সদস্যরা হলো লিটন মন্ডল(৩২), জোতির্ময় শীল(২৮), মোঃ শিফাজুর রহমান(২৮), রিয়াজুল ইসলাম(৩০), ফিরোজ হোসেন(২৭), ফারুক হোসেন(৩৩), ওসমান শেখ(২৯), সিমা বেগম(৩০), আরাফাত আদ্রঙ্গী(২৮), গোলাম রহমান(৩১) এবং আব্দুল্লাহ আল মাহমুদ(২৭)

গ্রেপ্তারকৃত প্রত্যেককে এক হাজার করে অর্থদন্ড এবং আসামি লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীলকে (২৮)  ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন