বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
পুকুরে ডুবে খুলনা পলিটেকনিকের ছাত্রের মৃত্যু

এমন মৃত্যু মানতে পারছেন না কেউ

নিজস্ব প্রতিবেদক

রিফাত রহমান তূর্য (১৯)। নগরীর খালিশপুরে অবস্থিত খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ‘র দ্বিতীয় বর্ষের ছাত্র। মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলো দৌলতপুর থানার দেয়ানায়। কিন্তু েএই যাওয়ায় শেষ যাওয়া হবে বুঝতে পারেনি কেউ।
জানা যায়, প্রাণচাঞ্চল তুর্য শুক্রবার (২৫ আগস্ট) নানা বাড়ির পার্শ্ববর্তী মাঠে একটানা দীর্ঘক্ষণ ফুটবল খেলে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে  নানা বাড়ির পুকুরে গোসলের উদ্দেশ্যে  ঝাঁপ দেয়। ঝাঁপ  দেওয়ার পর সে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।
তূর্যের অকাল মৃত্যুতে নানা বাড়ি দেয়ানাতে শোকের মাতন শুরু হয়। এ সংবাদ দ্রুত বেগে ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি দিঘলিয়াতেও শোকের ছায়া নেমে আসে। তূর্য দিঘলিয়া গ্রামের পোল্ট্রি ফিড ব্যবসায়ী ও বাম রাজনীতিবিদ কমরেড মোঃ আনিসুর রহমান মিঠুর বড় ছেলে। ভদ্র, বিনয়ী ও শান্ত স্বভাবের নিহত তূর্য ছিলো বন্ধু বান্ধব, নানা বাড়ি এবং গ্রামবাসীর কাছে খুব প্রিয়।
আজ শুক্রবার বাদ মাগরিব দিঘলিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়
খুলন গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন