বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিক মিলনের মা হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা গেজেটের প্রধান প্রতিবেদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলনের মা আঞ্জুমানয়ারা বেগম (৭১) ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বুধবার (৯ আগস্ট) তাকে শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় সাংবাদিক মিলনের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তার মায়ের সুস্থতা কামনায় দোয়ার দরখাস্ত করেছেন।

এদিকে সাংবাদিক মিলনের মায়ের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা গেজেটের সম্পাদক মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, খুলনা গেজেটের বার্তা সম্পাদক কৌশিক দে, স্টাফ রিপোর্টার নিপা মোনালিসা, জাহিদুল সাগর, মনিরুল ইসলাম সাগর, একরামুল হক লিপু, বিএম শহিদুল ইসলাম, তানফির আহমেদ, আয়শা আক্তার জ্যোতিসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুরূপভাবে সাংবাদিক মোহাম্মদ মিলনের মাতা’র আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন