ট্রাষ্ট ব্যাংক সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ শাখার সহ-ব্যবস্থাপক মোস্তফা মাহমুদকে আটক করেছে দুদক। রোববার বেলা সাড়ে ৩টায় নগরীর নূরনগরস্থ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২ কেটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক মো: নাজমুল হাসান জানান, ক্ষমতার অপব্যবহার করে মোস্তফা মাহমুদ গ্রাহকদের ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০১৯ সালের ৭ মে মামলা দায়ের হয়। মামলাটি তদন্ত শুরু করে দুদক। মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তাকে আটক করা হয়। মামলায় আরেক আসামী মুন্সীগঞ্জ শাখা ব্যবস্থাপক পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর মোস্তফা মাহমুদ বরখাস্থ হন, এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/নাফি/কেএম

