বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ভাইদের মধ্যে সংঘর্ষে ৪ ভাই, ভাইয়ের স্ত্রীসহ মোট ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার (৪ আগস্ট) দুপুরে ৪ ভাই বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় একে অপরের উপর হামলায় বড় ভাই সাইদ মোল্লা (৬২), মেঝ ভাই একরাম মোল্যা (৫৫), সেঝ ভাই মোস্তাক মোল্যা (৫০), ছোট ভাই রসুল মোল্যা (৪৫), সেজ ভাই মোস্তাক মোল্লার স্ত্রী মুক্তা খাতুন রিক্তা (১৯) আহত হয়। আহতরা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে মোস্তাক মোল্লা এবং তার স্ত্রী মুক্তা খাতুনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা গেজেটকে বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামে একটা মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছে বলে শুনেছি। এদের মধ্যে দুই জনের অবস্থা নাকি গুরুতর। এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা দিতে আসেনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন