শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিক মাসুদুর রহমান রানার চাচীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক 

দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানার চাচী মুনিরা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাগেরহাটের মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম বজলুর রহমানের স্ত্রী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমা খুলনা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিষ্ট্রার টিপু সুলতান ও উপ-পরিচালক এসএম শাকিল রহমানেরও মেজো চাচী।

মরহুমার নামাজে জানাজা রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন