শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় অস্ত্র ও গুলির মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন ওরফে পঁচা ওরফে হঠাৎ বাবু (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার প্রতাপকাটি গ্রামের বাসিন্দা আজিজ গাজীর ছেলে।

শনিবার (২২ জুলাই) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১০ সালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে পাইকগাছা থানা পুলিশ। ওই মামলায় চলতি বছরের ২৭ জুন খুলনা দায়রা জজ আদালত তাকে অস্ত্রের জন্য ১০ বছর ও গুলির জন্য ৭ বছরসহ সর্বোমোট ১৭ বছরের সশ্রম করাদন্ডাদেশ প্রদান করেন। যদিও ২০১০ সাল থেকেই পালাতক ছিল হঠাৎ বাবু।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন