শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২
পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

খুলনায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বাদী হয়ে এ সোমবার (১৮  ‍জুলাই) রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. তাজিম বিশ্বাস, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব।

মামলার বাদী খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মাত্র কয়েক মিনিটের মধ্যে  আসামীরা পুলিশের ওপর হামলা চালিয়ে। এতে পুলিশ সদস্যরা মারা যেতে পারতেন। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন