শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

দেশি তৈরি অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দেশি তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে শেখপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো: বেল্লাল সরদার।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামে কতিপয় ব্যক্তি মাদক বিকিকিনির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে বেল্লালকে আটক করে। পরে তার কাছ থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন