শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় সুন্দরবন ক্লিনিকে র‌্যা‌বের অ‌ভিযান, লাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবনচরা থানার জিরোপয়েন্ট এলাকায় অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-৬ অভিযান পরিচালনা করে।

বুধবার ১২ জুলাই র‍্যাব-৬ স্পেশাল কোম্পানীর লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দীর্ঘদিন ধরে অনিয়মের সাথে অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে খুলনা জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিকের মালিক তুষার কান্তি মন্ডল (৪২) কে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড এবং সাময়িক সময়ের জন্য ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন