শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক সুজন ব্যাপারী হরিণটানা এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকীর ছেলে। নিহত পেশায় একজন চটপটি ব্যবসায়ী ছিলেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক খুলনা গেজেটকে বলেন, বেলা ১১টার দিকে সুজন লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে রাস্তার উল্টা পথ ধরে চলছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সুজনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন