শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় অস্ত্রসহ যুবক আটক

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার পিপরাইল গ্রামে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ গোলাম পরোয়ার মোল্যা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে ওই গ্রামের হোসেন মোল্যার পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিপরাইল গ্রামের হোসেন মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে গোলাম পরোয়ার মোল্যাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপ্যারে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা (নং-৪) দায়ের করা হয়েছে। আটককৃত আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন