শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খালিশপুর থানা বিএনপির সম্মেলন ১৪ জুলাই

গেজেট ডেস্ক

খুলনা মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির স্বাক্ষরিত তফসিল অনুযায়ী ১৪ জুলাই  (শুক্রবার) খালিশপুর থানা বিএনপির কর্মসভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, ৬ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে হবে। ৯ জুলাই যাচাই-বাচাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কে ডি ঘোষ রোডের বিএনপি কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিবে হবে। খালিশপুর থানার অর্ন্তগত ৯টি ওয়ার্ডের ২৭৯জন কাউন্সিলর ভোট দিয়ে থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা, যুগ্ম আহবায়ক এড. নুরুল হাসান রুবা, এড. মোল্লা মাসুম রশিদ, সদস্য হিসেবে মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু ও জাকির ইকবাল বাপ্পি দায়িত্ব পালন করবেন।- খবর বিজ্ঞপ্তির

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন