শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

ভৈরব থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে খালিশপুর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক বাসস্থান ও জামে মসজিদের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করে ভাসমান লাশের কথা জানানো হয়। খবর পেয়ে আমাদের নৌ পুলিশ ঘটনাস্থলে পৌছায়। লাশটি তীরে উঠানো হয়। তিনি বলেন লাশের শরীরে কোন কাপড় ছিলনা। মরদেহের শরীরে পচন ধরেছে। ৩/৪ দিন আগের লাশ হবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এখানে পিবিআই ও সিআইডির টিম তার পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে আসছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন