শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় তারুণ্যের সমাবেশ সফলে প্রস্তুতি মহানগর যুবদলের

গেজেট ডেস্ক

আগামী ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে খুলনা মহানগর যুবদল। সমাবেশ বর্ণিল সাজে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে নানামুখী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (০৩ জুলাই) বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামুলক বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হুদা সাগর। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, সাকির হোসেন, ফজলে বারী লিপন, জাকির ইকবাল বাপ্পি, মন্জুরুল আলম সৌরভ, মাহাবুব হোসেন বাবুল, রফিকুল ইসলাম টিটু, মোল্লা সোহেল, গাজী সালাউদ্দীন, নাজমুল হাসান নাসিম, মাহমুদ হাসান বিপ্লব, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম, এমএম জসিম, আল-মামুন জুয়েল, মোঃ হোসেন, জসিম উদ্দিন ডেভিড ও মাইনুদ্দিন নয়ন প্রমুখ।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানের ন্যায় খুলনাতেও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।- খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন