শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় কুমিরের শিকারে জেলে নিখোঁজ

দাকোপ প্রতিনিধি

দাকোপে জাল টেনে মাছ ধরার সময় কুমিরে টেনে নিয়েছে এক জেলেকে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়া শিবসা নদীর চরে এ ঘটনাটি ঘটে। তবে এখনও পর্যন্ত ওই জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। ওই জেলের নাম হল খায়রুল। তিনি ঝুলন্ত পাড়া এলাকার বাসিন্দা জনৈক আরশাদ মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসের সন্নিকটে নদীর চরে কালাবগী ষ্টেশনের রাঁধুনী বুলবুল ও একই এলাকার আরশাদ মোড়লের পুএ খায়রুল ইসলাম ক্ষেপলা জাল টেনে মাছ ধরছিল। নদীর মধ্য থেকে কুমির এসে খায়রুলকে ধরে নিয়ে যায়। বুলবুলের চিৎকারে লোকজন ছুঁটে আসে।কিন্তু শেষ রক্ষা হয়নি। ততক্ষনে খায়রুল নদীর তলদেশে পানির ভেতরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খোঁজ মেলেনি তার । সে অফিসের পশ্চিম পারে ঝুলন্ত পাড়ার, দ্বীপে বসবাস করতো।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন