শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় হরিণের মাংসসহ ২জন গ্রেপ্তার

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় ১৬ কেজি মাংসসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের উপজেলার জুনিয়ার মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ২ জন হল, রাজু হোসেন ও মো: রোকনুজ্জামান।

কয়রা থানার এস আই বাবুন বিশ্বাস খুলনা গেজেটকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ২জন হরিণের মাংসসহ খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ৫ নং কয়রা গ্রামের জুনিয়ারের মোড়ে অবস্থান নেয়। গ্রেপ্তার হওয়া ২জনের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। এ সময়ে স্কুল ব্যাগের মধ্যে রাখা একটি বাক্সের মধ্যে হতে ১৬ কেজি মাংস উদ্ধার করে। পরবর্তীতে তাদের থানায় নেওয়া হয়।

কয়রা থানার অফিসার্স ইনচার্জ এবি এম এস দোহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। তারা স্কুল ব্যাগে করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে ।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন