সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তেরখাদায় দুর্বৃত্তের হামলায় কৃষক জখম

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় মোঃ আজিম জমাদ্দার নামের একজন কৃষক জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তেরখাদা আজগড়া গাউজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। জখম অবস্থায় কৃষক আজিম জমাদ্দার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠে ও উরুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে অসংখ্য আঘাত করেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা স্বীকার করে তেরখাদার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘লিখিত অভিযোগ করলে মামলা রেকর্ড করে নিবো। অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন