Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মধু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেলেন জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। বুধবার রাতে পার্টির চেয়ারম্যান জি এম কাদের তাকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

ইতোমধ্যে জাতীয় পার্টির খুলনা মহানগর কমিটির সাবেক সভাপতি আবদুল গফফার বিশ্বান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

এর আগে ২০১৩ সালের কেসিসি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শফিকুল ইসলাম মধু। ‍নির্বাচনে তিনি মাত্র ৩ হাজার ভোট পেয়ে জামানত হারান। ২০১৮ সালের কেসিসি নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছিলেন এস এম মুশফিকুর রহমান। তিনিও মাত্র ১ হাজার৭২ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন।

আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছর ভোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন