সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মাদকসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮২১ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রয়লব্ধ নগদ ৪২০০ টাকা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপির সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন খুলনা জেলার রুপসা থানার আইজগাতীর আবুল কালাম আজাদের ছেলে মেহেদী আজাদ (৩০), গাইবান্ধা জেলার সাঘাটা থানার কালোপানির মৃত মুছা আলী মন্ডল এর ছেলে জাহিদুল ইসলাম জাহিদ(৪৮), খুলনা জেলার রুপসা থানার আইজগাতীর আবুল কালাম আজাদের স্ত্রী নাজমা আজাদ(৪২), একই এলাকার আবুল কালাম আজাদের মেয়ে কানিজা আজাদ উর্ম্মী(২৮), একই এলাকার মেহেদী আজাদের স্ত্রী রেহেনা শেখ(২৬), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আবুবকর সিদ্দিকের ছেলে মহসীন গাজী(২৯) , দৌলতপুর থানার বৌবাজার এলাকার মৃত কিয়ামুদ্দিন শেখের ছেলে আকতার শেখ(৪৮)।

 

খুলনা গেজেট/ কে এম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন